Homeখেলাধুলাকিউই টেস্ট দলে ফিরলেন উইলিয়ামস, স্যান্টনার, বাদ প্যাটেল

কিউই টেস্ট দলে ফিরলেন উইলিয়ামস, স্যান্টনার, বাদ প্যাটেল

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ফিরেছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া ১৩ সদস্যের এই দলে প্রায় এক বছর পর ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার।

 

এর আগে প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলেননি উইলিয়ামসন।

তবে কপাল পুঁড়েছে বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের। দুই বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দারুণ করা এই ঘূর্ণি বোলার ক্যারিবীয়দের বিপক্ষে চোটের কারণে ছিলেন না। কিন্তু ইনজুরি থেকে ফিরলেও দলে জায়গা পাননি।

আগামী শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট ৩ জানুয়ারি, ক্রাইস্টচার্চে।

নিউজিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, টম ব্লান্ডেল, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়্যাগনার, ট্রেন্ট বোল্ট, উইল ইয়াং।

Rahmannasimahttps://dokandaari.xyz
খুব ছোট বেলা থেকেই লেখালেখির খুব নেশা। তাই লেখতে ভালবাসি। আমি আতিকুর রহমান।ইনফরমেশন মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। কিছু টিপস এবং অনলাইনে আয় বিষয়ে সঠিক গাইডলাইন সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য ব্লগিং এ জড়িত হয়েছি। ধন্যবাদ
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =

- Advertisment -
Google search engine

Most Popular